স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সময় গুমের মাস্টার মাইন্ড আলেপের অন্যতম প্রধান সহযোগী সিআইডির বর্তমান এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিগত শাসনামলে বিরোধী মতাদর্শের লোকদের গুম করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী ছিল সিআইডির এই এডিশনাল এসপি মো. মশিউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র। মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানা গেছে।
র্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি ছিল কুখ্যাত আলেপ। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি। তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এ থাকাকালীন আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন