
ডেস্ক রিপোর্ট:
গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ ইসকনের পাঠানো হুমকির চিঠির পর থেকেই নিখোঁজ রয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সর্বশেষ তাকে টঙ্গীর শিলমুন বাজার এলাকায় দেখা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ।
তিনি জানান, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করলেও সম্প্রতি নানা ধরনের হুমকির মুখে ছিলেন। তবে তিনি কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করেননি, জাতি বা গোষ্ঠীগত বিষয়েও কোনো মন্তব্য করেননি। এখন হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা আমাদের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মসজিদ কমিটি বিষয়টি জানার পর থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
এর আগে টিএনটি কলোনি মসজিদের বারান্দায় ইসকনের নামে একটি হুমকিমূলক চিঠি পাওয়া যায় বলে পরিবার জানায়। একই ধরনের আরেকটি চিঠি তাদের বাসার কাছেও পাওয়া গিয়েছিল।
চিঠিতে পাঞ্জাবি-টুপি পরা এক হুজুরের প্রতিকৃতি এঁকে, তার গলায় ছুরি ধরে লেখা ছিল—তোদের খতিবকে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে। শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে। কারণ যোনি দেবী জগৎজয়ী কালী মাতা কাম দেবতার উপরে কেউ নেই। আজ হোক বা কাল হোক, পূর্ববাংলা ইসলামী মৌলবাদীদের মুক্ত করা হবে। আমাদের জনবলের সংকট নেই। তোদের বায়তুল মোকাররমকেও ঘুরিয়ে দেয়া হবে। এখন আর কথা নয়, আমরা অ্যাকশনে যাবো।’
-চিঠিটির তারিখ দেওয়া ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৫।
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, ওই হুমকি ও নিখোঁজের ঘটনাগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক থাকতে পারে। মাওলানা মুহিব্বুল্লাহ সম্প্রতি “ইসকন ও ভাগওয়া লাভ ট্র্যাপ” বিষয়ক বক্তব্যে অংশ নেন, যার পর থেকেই তিনি হুমকি পেতে শুরু করেন বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিষ্য ও ভক্তরা পোস্ট দিয়ে লিখেছেন,
“সন্ধান চাই! ইসকন ও ভাগওয়া লাভ ট্র্যাপ নিয়ে কথা বলার পর হুমকি এবং পরবর্তীতে নিখোঁজের শিকার হয়েছেন টঙ্গী টিএনটি কলোনি জামে মসজিদের খতিব, প্রিয় উস্তায মাওলানা মুহিব্বুল্লাহ। যদি কারো কাছে কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে দ্রুত জানাবেন।”
যোগাযোগের জন্য তারা দুটি নম্বরও প্রকাশ করেছেন—📞 01736057237 (হুজুরের সেজো জামাই) 📞 01534788644 (হুজুরের বড় ছেলে)
মাওলানা মুহিব্বুল্লাহর নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা দ্রুত তার সন্ধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণের বিচার দাবি করে আসা মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরীকেও ইসকন কর্তৃক হুমকি দেওয়া হয়েছিল।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন