যাত্রাবাড়ীতে নিজ বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মৃত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
ঘরের মধ্যে পড়ে আছে মৃতদেহ, লাশের পঁচা গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন যাত্রাবাড়ী থানা পুলিশের এসআই ইফাত।
বাড়ির চারপাশে মানুষের জটলা যাত্রাবাড়ি থানার মাতুয়াইল বাগিচা রোড এলাকায় নিজ বসত বাড়িতে মারা যায় রিপন(৫৫) নামে ঐ ব্যাক্তি। তার পিতার নাম মৃত আব্দুল জব্বার দেওয়ান। পাঁচ ভাই তিন বোনের মধ্যে রিপন দ্বিতীয়।
দীর্ঘ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে গত বছর দেশে ফেরেন তিনি। ব্যক্তি জীবনে বিয়ে শাদি করেননি রিপন।টিন হেড বাড়িতে একটা কামরা নিয়ে একা বসবাস করতেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন মৃত রিপন। মাঝেমধ্যেই ডায়ালাইসিস করতে হতো তার। বিয়ে শাদি না করায় একাই থাকতেন নিজের বাসায়। আপন দুই ভাই আঁশ পাশের বাড়িতেই বসবাস করেন। তারা কেহই জানতে পারেননি যে রিপন মারা গেছেন।রিপনের একাকী নিঃসঙ্গ জীবনের এমন বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


















