শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে

ডেস্ক রিপোর্ট:
২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় মার্ট টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। সোমবার (১৩ অক্টোবর) দিনভার লাগাতার অবস্থান কর্মসূচি পালনকালে সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবো।
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি ও শহীদ মিনারে লাগাতার কর্মসূচি পালন করা হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, লাগাতার কর্মবিরতি চলবে। রাতে শহীদ মিনারেই অবস্থান করবেন শিক্ষকরা। সেখানেই অবস্থান কর্মসূচি চলবে।
শিক্ষক নেতা এস এম ফরিদ উদ্দিন বলেন, যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয়, ততক্ষণ শহীদ মিনার থেকে সরছি না। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে যোগদান করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলবে।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়। ওই দিন বিকাল থেকেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। সোমবার (১ অক্টোবর) দিনভার কর্মসূচি চলাকালে শহীদ মিনারে গিয়ে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘রবিবার শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই সরকারের কাছ থেকে এটি আশা করিনি। আমাদের পাঁচ সহযোদ্ধা শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির তিনটি বিষয় নিয়ে কোনও প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।’
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে।
																			
																		
								                                        



















