জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে সাইখ্যা গ্রামে রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ফলে নির্যাতিত শিশুটিকে দেখতে সোমবার নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির বাড়িতে যান।
এসময় স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি শিশুটির পরিবারের সাথে সার্বিক ব্যাপারে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয় এবং ভবিষ্যতে যেকোনো আইনি ও স্বাস্থ্য সহায়তায় শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করে প্রতিনিধি দলটি।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মিরাজ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির পায়ুপথ ক্ষতিগ্রস্ত হয়, শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা তাকে চিকিৎসা সেবা প্রদান করে। ঘাতক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় যার বিচারিক প্রক্রিয়া চলমান আছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন