দাখিলের দুই বিষয়ের প্রশ্ন কাঠামো বদলে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট:
২০২৬ সালের দাখিল পরীক্ষায় বাংলা ও আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন এনসিটিবি কর্তৃক সংশোধন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রতক প্রফেসর এফ এম সাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার বাংলা ও আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন এনসিটিবি কর্তৃক সংশোধন করা হয়েছে। এনসিটিবি কর্তৃক সংশোধিত প্রশ্নকাঠামো এবং নম্বর বিভাজন সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে এবং প্রয়োজনীয় কার্যার্থে প্রকাশ করা হলো।
২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার বাংলা, আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্ত ভাবে সংশোধন করা হয়েছে।
বাংলা ১ম পত্রের (কোড- ১৩৪ ) এর রচনা মূলক অংশের বর্ণনামূলক প্রশ্নের পরিবর্তে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন হবে; বাংলা ২য় পত্র (কোড- ১৩৫) বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্নকাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো।
																			
																		
								                                        



















