6:00 pm, Tuesday, 4 November 2025

জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আজ ৭ দলের ঢাকা ও বিভাগীয় শহরে মানববন্ধন

দিগন্ত প্রতিদিন

7 parties including jamaat

 

স্টাফ রিপোর্টার:
জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করবে জামায়াতে ইসলামীসহ সমমনা সাত দল। অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এ মানববন্ধন করবে সংশ্লিষ্টরা।

অন্য দলগুলো হলো-ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

দাবিগুলোর মধ্যে রয়েছে-জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, পিআর পদ্ধতি চালু, শাপলা গণহত্যার বিচার, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইত্যাদি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দলের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা মৎস্য ভবন এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

ইসলামী আন্দোলন জানিয়েছে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা শাপলা চত্বরে অবস্থান করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দৈনিক বাংলা মোড়ে মানববন্ধনে অংশ নেবেন শীর্ষ নেতারা। খেলাফত মজলিসের মানববন্ধনে পল্টন মোড়ে কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন হবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অবস্থান করবেন।

খেলাফত আন্দোলন জানিয়েছে, বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে শাহবাগ চৌরাস্তা এলাকায় দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা অবস্থান করবে। জাগপার পক্ষ থেকেও মানববন্ধনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 12:41:32 am, Tuesday, 14 October 2025
38 Time View

জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আজ ৭ দলের ঢাকা ও বিভাগীয় শহরে মানববন্ধন

Update Time : 12:41:32 am, Tuesday, 14 October 2025

 

স্টাফ রিপোর্টার:
জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করবে জামায়াতে ইসলামীসহ সমমনা সাত দল। অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এ মানববন্ধন করবে সংশ্লিষ্টরা।

অন্য দলগুলো হলো-ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

দাবিগুলোর মধ্যে রয়েছে-জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, পিআর পদ্ধতি চালু, শাপলা গণহত্যার বিচার, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইত্যাদি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দলের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা মৎস্য ভবন এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

ইসলামী আন্দোলন জানিয়েছে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা শাপলা চত্বরে অবস্থান করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দৈনিক বাংলা মোড়ে মানববন্ধনে অংশ নেবেন শীর্ষ নেতারা। খেলাফত মজলিসের মানববন্ধনে পল্টন মোড়ে কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন হবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অবস্থান করবেন।

খেলাফত আন্দোলন জানিয়েছে, বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে শাহবাগ চৌরাস্তা এলাকায় দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা অবস্থান করবে। জাগপার পক্ষ থেকেও মানববন্ধনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।