ডেস্ক রিপোর্ট:
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই।’
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সে সময় মির্জা ফখরুল বলেন, ‘৭১ এ যুদ্ধ করে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যে চেতনা ধারণ করতে চেয়েছিলাম, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে।’
দেশের বেকারত্ব সমস্যার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেকার সমস্যা দূর করা হবে, দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। পর্যাক্রমে বাড়ানো হবে।’
পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আর পদ্ধতি আগামী পার্লামেন্টের ওপর ছেড়ে দেন। কেননা এখন জনগণ পিআর পদ্ধতি বোঝে না।’
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন