বিশেষ প্রতিনিধি:
রাজধানীতে চলন্ত বাসে এক যাত্রীকে চেতনা নাশক খাওয়াইয়ে অচেতন করে টাকা লুট করার সময় ৫ জন অজ্ঞান পার্টির সদস্যকে গণপিটুনি দিয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। বুধবার (০৮অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
পরে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে বাস থামিয়ে ৫ জনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অচেতন বাস যাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গণপিটুনিতে আহত ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারা হলেন- আব্দুর রশিদ (৪৭) কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী(৪০)।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, দুপুরে রেইনবো ক্রসিংয়ে গুলিস্থানগামী গাজীপুর পরিবহনের একটি বাসের ভিতর থেকে অজ্ঞান পার্টির অচেতন অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়। এসময় গণপিটুনিতে আহত ৫ জনকে আটক করা হয়। এরপর তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অচেতন আব্দুল মান্নান(৪২) হাসপাতালে ভর্তি আছেন৷ বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, আব্দুল মান্নানের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে উত্তরা ৩৩ নম্বর রোডের ৯ সেক্টরের একটি বাসার কেয়ারটেকার। চলন্ত গাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ওই ব্যক্তিকে আচার জাতীয় বস্তু খাওয়ান। পরে তিনি বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা নেয়ার সময় বাসে থাকা শিক্ষার্থীরা টের পেয়ে অজ্ঞানপাটির সদস্যদেরকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয়। এবং তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন