ডেস্ক রিপোর্ট:
রাজধানীতে ওষুধ কিনতে বাসা থেকে বের হওয়া এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা গ্রামের বাসিন্দা ও কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত এক বছর ধরে তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় থেকে আইইএলটিএস কোর্স করছিলেন।
আহত আদিত্যকে হাসপাতালে নিয়ে যান তার গ্রামের প্রতিবেশী আলিফ হোসেন রোহান। তিনি বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে আদিত্য একটি নাম্বার থেকে তাকে ফোন করে জানান যে, শনিরআখড়ায় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। পরে রোহান ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আদিত্যকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।
রোহানের বরাত দিয়ে আরও জানা যায়, ওষুধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়েছিলেন আদিত্য। শনিরআখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় দুই কিশোর তার পথরোধ করে টাকা ও ফোন দিতে বলে। আদিত্য সেসব দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তির একপর্যায়ে পাশ থেকে আরও তিন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও তার সঙ্গে থাকা আইফোন ১৬ প্রো, স্যামসাং এস২০ আলট্রা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, রাতের দিকে আহত অবস্থায় আদিত্যকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন