মোজো ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম ছাইফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে হাতিয়া আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য দুপুরের পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন।
এদিকে ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের ওছখালীতে বিক্ষোভ মিছিল বের করেন। তারা ছাইফ উদ্দিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।
অন্যদিকে, আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছেন হাতিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, ছাইফ উদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে রয়েছেন।
আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন। ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মিছিল করার সুযোগ দেওয়া হয়নি।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন