জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতে প্রেরণ করার সময় থানার ভেতরে তার ‘জয় বাংলা‘ স্লোগান দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সোমবার (৬ অক্টোবর) নড়িয়ার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমে তিনি অনলাইনে সক্রিয় ছিলেন এবং গোপনে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন।
নড়িয়া থানা পুলিশ জানায়, দলীয় বৈঠক আয়োজন ও অনলাইন প্রচারণার পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালে সহিংসতায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওইদিন নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করে গাছ পোড়ানোর ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতে পাঠানোর সময় দেখা যায়, এক নারী পুলিশ সদস্য যুব মহিলা লীগ নেত্রী পারুলকে থানা থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। এ সময় পারুল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেন।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন