9:39 pm, Tuesday, 4 November 2025

ডিজিএফআইয়ের ওয়ারেন্ট অফিসার পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য আটক

দিগন্ত প্রতিদিন

screenshot 20251007 072502

 

ডেস্ক রিপোর্ট:
রাজধানীতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর (৫২) নামে চাকরিচ্যুত এক সেনাসদস্যকে আটক  করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের টহলদল অভিযান পরিচালনা করে আগারগাঁওয়ের এলজিইডি ভবন থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এলজিইডি ভবনে প্রবেশ এবং সেখানে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এলজিইডির পরিচালক বিষয়টি সন্দেহজনক মনে করে সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হন, শাহিনুর নামের কোনো কর্মকর্তা সংস্থাটিতে কর্মরত নেই। তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে-বাংলা আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

বিষয়টি জানতে চাইলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি কার্যালয়ে কয়েকজনকে চাকরিতে নিয়োগের জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পরে আমাদের টহল দল গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভুয়া পরিচয় দিয়েছেন বলে প্রমাণ মেলে। তদন্তে জানা যায়, তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করতেন এবং ২০০৮ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন। সেনাসদস্যরা শাহিনুরকে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 01:30:01 am, Tuesday, 7 October 2025
36 Time View

ডিজিএফআইয়ের ওয়ারেন্ট অফিসার পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য আটক

Update Time : 01:30:01 am, Tuesday, 7 October 2025

 

ডেস্ক রিপোর্ট:
রাজধানীতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর (৫২) নামে চাকরিচ্যুত এক সেনাসদস্যকে আটক  করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের টহলদল অভিযান পরিচালনা করে আগারগাঁওয়ের এলজিইডি ভবন থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এলজিইডি ভবনে প্রবেশ এবং সেখানে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এলজিইডির পরিচালক বিষয়টি সন্দেহজনক মনে করে সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হন, শাহিনুর নামের কোনো কর্মকর্তা সংস্থাটিতে কর্মরত নেই। তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে-বাংলা আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

বিষয়টি জানতে চাইলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি কার্যালয়ে কয়েকজনকে চাকরিতে নিয়োগের জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পরে আমাদের টহল দল গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভুয়া পরিচয় দিয়েছেন বলে প্রমাণ মেলে। তদন্তে জানা যায়, তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করতেন এবং ২০০৮ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন। সেনাসদস্যরা শাহিনুরকে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।