ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারটি মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়— বিগত আওয়ামী সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির নীতি কী হবে?
প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। আমি আগে দেশের স্বার্থ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ দেখব। সেটাকে রেখে সামনে আগাব।
ভারতের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক হওয়া উচিত?
প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, আমি অবশ্যই দেশের হিস্যা, মানুষের হিস্যা ও পানির ন্যায্যা হিস্যা চাই। আমি দেখতে চাইনা আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা মেনে নেব না। ফেলানির উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছি— আমার মানুষের ওপর আঘাত আসলে সেটাকে সহজেই মেনে নিব না।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। এটার ব্যাপারে বিএনপি সরকারে আসলে কোনো পরিবর্তনের উদ্যোগ নেবে কিনা?
জবাবে তারেক রহমান বলেন— এখন ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয়। আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে বিরাগভাজন হয় তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন