স্টাফ রিপোর্টার;
রাজধানীর ডেমরায় অবস্থিত করিম জুট মিলের পুরাতন লোহার সামগ্রীর টেন্ডার পেল যুবলীগ নেতা মো: সোহাগ। বিশেষ সূত্রে জানা যায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন বালিয়াগাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান হাজী মোহাম্মদ দুলাল হোসেনের পুত্র যুবলীগ নেতা সোহাগ।
গত ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দুলাল চেয়ারম্যান ও তার ভাই জুলহাস আত্মগোপনে রয়েছে। জুলহাসের ঠিকাদারি লাইসেন্স নওগাঁ ষ্টীল ব্যবহার করে যুবলীগ নেতা সোহাগ করিম জুট মিলের জি এম হুমায়ুন কবির কে ম্যানেজ করে বাগিয়ে নেয় কোটি টাকার টেন্ডার। অভিযোগ উঠেছে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডার পাওয়ার পেছনে কাজ করেছে একজন কথিত বিএনপি নেতা।
নিষিদ্ধ যুবলীগ নেতা টেন্ডার পাওয়ার পর করিম জুট মিল থেকে মাল বাহির করার সময় সেই বিএনপি’র নেতা লোকজন দিয়ে তাকে সহযোগিতা করেন যাতে সে কোন রকম বাধার সম্মুখীন না হয়।
স্থানীয় কিছু বিএনপি’র নেতাকর্মী অভিযোগ করে বলেন একজন প্রভাবশালী বিএনপি নেতা নিষিদ্ধ যুবলীগ নেতাকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন।
নিষিদ্ধ যুবলীগ নেতা সোহাগ লোহার পিস হিসাবে করিম জুট মিলে টেন্ডারটি পায় এবং টেন্ডারের নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি লোহা সে নিয়ে যাচ্ছে। তারা আরো বলেন স্বার্থের জন্য সেই বিএনপি নেতা ডেমরায় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ নেতাদের প্রশ্রয় দিচ্ছে সেই সুবাদেই তিনি যুবলীগ নেতা কে করিম জুট মিলের টেন্ডার পাইয়ে দিয়েছেন এইসব কার্যকলাপের জন্য বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লৌহজং উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বীন ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান হাজী দুলাল চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান এবং তার ছেলে সোহাগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত: চলবে.!
বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে.!
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন