6:46 am, Monday, 6 October 2025

দেবিদ্বারে কাঁচা রাস্তার দুরবস্থা, নাজেহাল গ্রামবাসী

দিগন্ত প্রতিদিন

fb img 1758875335200

 

কুমিল্লা প্রতিনিধি :
দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সামন্য বৃষ্টি হলে রাস্তাটি কাদাময় অবস্থা হয়ে পড়ে। যে কারণে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। ফলে পথচারীদ ও ছোট যানবাহন চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কার হয়নি। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে।

গৌরসার গ্রামের ইসমাইল হোসেন ও সাগর আহামেদ বলেন, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। বর্তমানে বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও গৌরসার গ্রাম এখনো পিছিয়ে আছে।

স্থানীয় বাসিন্দা মো. তোফায়েল আহমেদ বলেন, এই সড়কটিকে আমার চিনি শান্তী রোড নামে। কিন্তু এখন এটা অশান্তি রোড। এর বেহাল অবস্থা নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও, সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টি হলে পুরো একটি গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে। কেউ বের হতেও পারে না।

গ্রামবাসীদের সাথে কথা বলে আরো জানা গেছে, দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী সরকারের বাড়ি এ গ্রামে। এখানকার বহু মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। তারপরও গ্রামের প্রধান সড়ক উন্নয়নের আলো দেখতে পায়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অবশ্যই সংস্কার হবে এই সড়ক। গ্রামবাসী যদি আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জানায়, এর প্রেক্ষিতে আমরা খোঁজ-খবর নিয়ে সড়কটি সংস্কারের দ্রুত উদ্যোগ গ্রহণ করব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 08:29:58 am, Friday, 26 September 2025
58 Time View

দেবিদ্বারে কাঁচা রাস্তার দুরবস্থা, নাজেহাল গ্রামবাসী

Update Time : 08:29:58 am, Friday, 26 September 2025

 

কুমিল্লা প্রতিনিধি :
দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সামন্য বৃষ্টি হলে রাস্তাটি কাদাময় অবস্থা হয়ে পড়ে। যে কারণে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। ফলে পথচারীদ ও ছোট যানবাহন চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কার হয়নি। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে।

গৌরসার গ্রামের ইসমাইল হোসেন ও সাগর আহামেদ বলেন, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। বর্তমানে বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও গৌরসার গ্রাম এখনো পিছিয়ে আছে।

স্থানীয় বাসিন্দা মো. তোফায়েল আহমেদ বলেন, এই সড়কটিকে আমার চিনি শান্তী রোড নামে। কিন্তু এখন এটা অশান্তি রোড। এর বেহাল অবস্থা নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও, সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টি হলে পুরো একটি গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে। কেউ বের হতেও পারে না।

গ্রামবাসীদের সাথে কথা বলে আরো জানা গেছে, দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী সরকারের বাড়ি এ গ্রামে। এখানকার বহু মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। তারপরও গ্রামের প্রধান সড়ক উন্নয়নের আলো দেখতে পায়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অবশ্যই সংস্কার হবে এই সড়ক। গ্রামবাসী যদি আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জানায়, এর প্রেক্ষিতে আমরা খোঁজ-খবর নিয়ে সড়কটি সংস্কারের দ্রুত উদ্যোগ গ্রহণ করব।