6:05 pm, Tuesday, 4 November 2025

আওয়ামীলীগের অস্ত্র ক্যাডার খোকনের দৌরাত্ম পরিচালনা করছে জুয়ার আসর ও মাদক ব্যাবসা

দিগন্ত প্রতিদিন

1758692999847

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাদসিক ৬৫ নং ওয়ার্ড এর কুমিল্লা পট্টি নামক এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে মো: খোকন রিক্সার গ্যারেজের নামে চালাচ্ছে জুয়া ও মাদক ব্যাবসা এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় জানানো হলে নেওয়া হচ্ছে না কার্যকরী পদক্ষেপ।

আওয়ামীলীগের শাসনআমলে খোকন একজন সক্রিয় অস্ত্রধারী যুবলীগের ক্যাডার ছিলো এবং খোকনের নামে যাত্রাবাড়ী থানায় রয়েছে একাধীক হত্যা মামলা বিগত আওয়ামী আমলে যুবলীগের কুক্ষ্যাত সন্ত্রাসী ও ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল খান ওরফে নেতা সোহেলর ঘনিষ্ঠ সহোযোগি হিসাবে এলাকায় গড়ে তুলেছিল মাদকের সম্রাজ্য করেছে দখলবাজী ও চাঁদাবাজী
এলাকাবাসী গনমাধ্যমকে জানান গত ৫ আগস্টে আওয়ামীলীগের পতন হলে সন্ত্রাসী নেতা সোহেল পালিয়ে যায় এবং খোকন কিছুদিন গাঢাকা দিলেও এখন আবার বিএনপির কিছু নামধারী অর্থলোভি আওয়ামী দালালদের ছত্রছায়ায় চালাচ্ছে রমরমা জুয়ার আসর ও মাদক ব্যাবসা এবং নির্বিকারে ঘুড়ে বেড়াচ্ছে এতে এলাকাবাসীর ভিতরে ক্ষোভের সৃস্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত যেতে রোকেয়া আহসান কলেজের একটু আগে মুন্সীপ্লাজার পাশের প্লটে অবৈধ অটেো রিক্সার গ্যারেজের নামে ভিতরে একটি টিনের ঘর বানিয়ে সেই ঘরের ভীতরে প্রতিদিন রাত ১০ টার পর হতে ভোর পর্যন্ত খোকন জুয়া পরিচালনা ও মাদক বিক্রী করে।

বিভিন্ন এলাকা হতে আগত জুয়াড়ীদের এনে এ জুয়ার আসর বসানো হয় এবং মাদক বিক্রয় করে, যা বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান দুটি কারন। অনুসন্ধানে জানা যায় এ জুয়া খেলতে গিয়ে অনেকে নিস্ব হয়েছে অনেকের পারিবারিক বন্ধন ভেঙ্গে গেছে কেউ কেউ আবার ছিনতাই ও চুরি-ডাকতির মতো অপরাধে জড়িয়ে পড়েছে।

তাই প্রশাসনের কাছে এলাকাবাসীর জোড় দাবী অতি দ্রুত এই আওয়ামী লীগের অস্ত্র ক্যাডার জুয়া ও মাদক করবারী এবং হত্যা মামলার আসামী খোকনের বিরুদ্ধে যেন আইনগত ব্যাবস্হা নিয়ে এলাকাবাসীকে আতংক মুক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 05:51:06 am, Wednesday, 24 September 2025
261 Time View

আওয়ামীলীগের অস্ত্র ক্যাডার খোকনের দৌরাত্ম পরিচালনা করছে জুয়ার আসর ও মাদক ব্যাবসা

Update Time : 05:51:06 am, Wednesday, 24 September 2025

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাদসিক ৬৫ নং ওয়ার্ড এর কুমিল্লা পট্টি নামক এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে মো: খোকন রিক্সার গ্যারেজের নামে চালাচ্ছে জুয়া ও মাদক ব্যাবসা এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় জানানো হলে নেওয়া হচ্ছে না কার্যকরী পদক্ষেপ।

আওয়ামীলীগের শাসনআমলে খোকন একজন সক্রিয় অস্ত্রধারী যুবলীগের ক্যাডার ছিলো এবং খোকনের নামে যাত্রাবাড়ী থানায় রয়েছে একাধীক হত্যা মামলা বিগত আওয়ামী আমলে যুবলীগের কুক্ষ্যাত সন্ত্রাসী ও ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল খান ওরফে নেতা সোহেলর ঘনিষ্ঠ সহোযোগি হিসাবে এলাকায় গড়ে তুলেছিল মাদকের সম্রাজ্য করেছে দখলবাজী ও চাঁদাবাজী
এলাকাবাসী গনমাধ্যমকে জানান গত ৫ আগস্টে আওয়ামীলীগের পতন হলে সন্ত্রাসী নেতা সোহেল পালিয়ে যায় এবং খোকন কিছুদিন গাঢাকা দিলেও এখন আবার বিএনপির কিছু নামধারী অর্থলোভি আওয়ামী দালালদের ছত্রছায়ায় চালাচ্ছে রমরমা জুয়ার আসর ও মাদক ব্যাবসা এবং নির্বিকারে ঘুড়ে বেড়াচ্ছে এতে এলাকাবাসীর ভিতরে ক্ষোভের সৃস্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত যেতে রোকেয়া আহসান কলেজের একটু আগে মুন্সীপ্লাজার পাশের প্লটে অবৈধ অটেো রিক্সার গ্যারেজের নামে ভিতরে একটি টিনের ঘর বানিয়ে সেই ঘরের ভীতরে প্রতিদিন রাত ১০ টার পর হতে ভোর পর্যন্ত খোকন জুয়া পরিচালনা ও মাদক বিক্রী করে।

বিভিন্ন এলাকা হতে আগত জুয়াড়ীদের এনে এ জুয়ার আসর বসানো হয় এবং মাদক বিক্রয় করে, যা বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান দুটি কারন। অনুসন্ধানে জানা যায় এ জুয়া খেলতে গিয়ে অনেকে নিস্ব হয়েছে অনেকের পারিবারিক বন্ধন ভেঙ্গে গেছে কেউ কেউ আবার ছিনতাই ও চুরি-ডাকতির মতো অপরাধে জড়িয়ে পড়েছে।

তাই প্রশাসনের কাছে এলাকাবাসীর জোড় দাবী অতি দ্রুত এই আওয়ামী লীগের অস্ত্র ক্যাডার জুয়া ও মাদক করবারী এবং হত্যা মামলার আসামী খোকনের বিরুদ্ধে যেন আইনগত ব্যাবস্হা নিয়ে এলাকাবাসীকে আতংক মুক্ত করা হয়।