ঢামেক প্রতিনিধি:
রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। বর্তমানে হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থেকে একটি বেকারিতে কাজ করতেন।
আমিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেলযোগে আমিন নামের ওই যুবক নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বাইসাইকেল নিয়ে তিনি পানিতে পড়ে যান। পরে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। এরপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী জিসান আরও জানান, ওই সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন