10:00 pm, Tuesday, 4 November 2025	 
                     
                     
                    
                 
                                         News Title :   
                                    
                            
                                বাসাবোতে ১২০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মধ্য বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ১২০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চুনজি নীট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদার মো: জাফর উল্লাহ এবং চুনজি নীট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) পরিচালক ও অংশীদার মোসা. রফিকা তানজিম। রবিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মধ্য বাসাবো এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো: জাফর উল্লাহর বিরুদ্ধে ৫৪টি এবং রফিকা তানজিমের বিরুদ্ধে ৬৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে রবিবার আদালতে পাঠানো হয়।
                                Tag : 
                                                          
                           
																			
																		
								                                        

















