বিশেষ প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৬জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার একটি দল শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ স্বপন (২১), রাব্বি (২৪) ও মুন্না (১৯)-কে গ্রেপ্তার করে।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন লিটনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল। এ সময় একটি পিকআপ থেকে উদ্ধার করা হয় ৫২ কেজি গাঁজা।
আগের দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিবি মতিঝিল বিভাগ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শনির আখড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে। এ সময় ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন খোপ থেকে উদ্ধার করা হয় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে।
গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ও গাঁজা এনে রাজধানীতে বিক্রি করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন