সাহাবীদের ত্বরীকার ওপর যারা আছে তাদের সঙ্গে আমাদের থাকতে হবে: মুহিব্বুল্লাহ বাবুনগরী

বিশেষ প্রতিনিধি:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, যারা বলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা জরুরি নয়, তাদের মতো সাহাবাদের কথা অনুসরণ না করে চললে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হেফাজত আমির বলেন, নবী-রাসূলদের ত্বরীকার পথ হলো সোজা পথ, শান্তি ও সঠিক পথ। রাহবাররা সঠিক ত্বরীকার ওপর ছিলেন। তাদের ত্বরীকার ওপর থাকার চেষ্টা করতে হবে। আমল করতে হবে, তাহলেই আমরা হেদায়েত হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক রাস্তার ওপর রাখেন। মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সাহাবীদের ত্বরীকার ওপর যারা আছে তাদের সঙ্গে আমাদের থাকতে হবে।
কেউ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ত্বরীকার ওপর না থাকলে তাদের জন্য জাহান্নাম ব্যতীত কিছু নেই। হেফাজতের আমির একটি হাদিস উল্লেখ করে বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন—কেয়ামতের ময়দানে ৭৩টি জামাত হবে। তার মধ্যে ৭২টি জামাত জাহান্নামে যাবে। শুধু একটি জামাত বেহেশতে যাবে, সেটি হলো যারা নবী ও রাসূল এবং সাহাবাদের পথ অনুসরণ করে চলতো।
তিনি বলেন, কুরআনে সুলাহা-নেককারদের অনুসরণ করতে বলা হয়েছে। সুলাহাদের প্রথম স্তরই হলো সাহাবায়ে কেরাম। এখন কোনো দল যদি বলে ও মনে করে, সাহাবারা সত্যের মাপকাঠি না; তাহলে তারা অবশ্যই বিভ্রান্ত।




















