3:30 am, Wednesday, 5 November 2025

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়িতে দুদকের অভিযান, জব্দ হলো ২৩ বস্তা নথি

দিগন্ত প্রতিদিন

232f0444a8bcb161d96a15b62b27bea7 68cf7f930f02e

 

বিশেষ প্রতিনিধি:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দাবি, দুবাইসহ নানা দেশে জাবেদের থাকা বিভিন্ন বাড়ি ও তাঁর ব্যবসা সংক্রান্ত নানা প্রমাণ এসব নথিতে রয়েছে।

শনিবার দিবাগত শেষ রাতের দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়।

সাবেক মন্ত্রী জাবেদের বিদেশে অর্থপাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তাঁর দেশের সম্পদ ‘দেখাশোনার’ দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করে দুদক। পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এই অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, তারা জানতে পারেন জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে জাবেদের অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। এই সংবাদে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তাঁর বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়।

মশিউর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসা সংক্রান্ত। তবুও এসব নথি পর্যালোচনা করে বিস্তারিত জানাতে পারব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 04:50:27 am, Sunday, 21 September 2025
64 Time View

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়িতে দুদকের অভিযান, জব্দ হলো ২৩ বস্তা নথি

Update Time : 04:50:27 am, Sunday, 21 September 2025

 

বিশেষ প্রতিনিধি:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দাবি, দুবাইসহ নানা দেশে জাবেদের থাকা বিভিন্ন বাড়ি ও তাঁর ব্যবসা সংক্রান্ত নানা প্রমাণ এসব নথিতে রয়েছে।

শনিবার দিবাগত শেষ রাতের দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়।

সাবেক মন্ত্রী জাবেদের বিদেশে অর্থপাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তাঁর দেশের সম্পদ ‘দেখাশোনার’ দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করে দুদক। পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এই অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, তারা জানতে পারেন জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে জাবেদের অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। এই সংবাদে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তাঁর বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়।

মশিউর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসা সংক্রান্ত। তবুও এসব নথি পর্যালোচনা করে বিস্তারিত জানাতে পারব।