যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ মামুন হোসেন (২২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মামুনের বাড়ি ভোলা জেলার ভোলা থানার উত্তর দিঘলদী গ্রামে।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজা সংলগ্ন পকেট গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এসআই মো. জসিম উদ্দিন ও এএসআই সেলিম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ফুট পেট্রল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীর তথ্য পান। বিষয়টি আমাকে জানালে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে অভিযানের অনুমতি দিই। পরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মামুনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















