6:00 pm, Tuesday, 4 November 2025

সরকারি জমি দখল নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকির ঘটনায়- থানায় জিডি

দিগন্ত প্রতিদিন

9db1088ecf79cb1721543e35a01a5190 humki

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ক্রাইম সাংবাদিক মোঃ রাসেল সরকার কে প্রাণনাশের হুমকি দিয়েন ডেমরা জুম সোয়েটার্সের কর্ণদার মজিব তালুকদার গং।

গত ১৭/০৯/২০২৫ ইং রাজধানীর মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি (নং: ৯৮৩ তারিখ: ১৭/০৯/২০২৫) আকারে নথিভুক্ত রয়েছে বলে দাবি করা হয়।

৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত বেশ কয়েকটি বাংলা সংবাদপত্র সহ “দৈনিক জনতা” (দৈনিক জনতা) এর প্রথম পৃষ্ঠায় প্রদর্শিত হয়েছে। প্রধান শিরোনামে স্থানীয় আওয়ামী লীগের “সন্ত্রাসী এবং ভূমিদস্যুদের” অবৈধভাবে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। ডেমরা এলাকায় সরকারি জমি অবৈধভাবে দখলের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ সদস্য এবং ভূমি দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় শহীদ আবু সাঈদের নামে একটি মিনি-স্টেডিয়াম নির্মাণের উদ্দেশ্যে শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা প্রশ্নবিদ্ধ জমিটি পুনরুদ্ধার করেছিলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা মাদক সম্পর্কিত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যুব সম্পৃক্ততার জন্য ক্রীড়া সুবিধার গুরুত্বের উপর জোর দেন। সেই সংবাদের সূত্র ধরে সাংবাদিক রাসেলকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেন জুম সোয়েটার্স এর কর্ণদার মজিদ তালুকদার গং।

জিডিতে উল্লেখ করা হয়, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ রাসেল সরকার (৩৯), পিতা: আঃ রহীম সরকার, মাতা: আবেদা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং: ৩৩২৩০১৭৪২……, ঠিকানা (স্থায়ী ও বর্তমান)-৩৯/৩ মানিকনগর, থানা-মুগদা, ঢাকা, গ্রাম মানিকনগর ওয়াসা রোড পশ্চিম পার্শ্বের এলাকং, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-৭ থাানা মুগদা, জেলা-ঢাকা, মোবাইল নং-০১৭২৬৯১…২৪

বিবাদী মোঃ আমিন খান, মজিদ অলুকদার, মনিরুজ্জামান মনির, মাহফুজুর রহমান পিয়াল গং জুম সুয়েটার্স, ৭০ নং ইউনিট পাইটি, থানা- ডেমরা, জেলা- ঢাকা। এর বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরীর আবেদন করিতেছি যে, আমি পেশায় একজন সাংবাদিক। গত ৭/সেপ্টেম্বর/২০২৫ইং তারিখ সময় অনুমান সকাল ১০:৩০ ঘটিকার সময় আমি আমার অফিসিয়াল কাজ সহ বিভিন্ন উপাত্ত সংগ্রহের নিমিত্তে ঢাকার ডেমরা এলাকায় যাই। বিভিন্ন ডকুমেন্টারি সংগ্রহ করে বর্তমান ঠিকানা মুগাদা আমার বাসায় চলে আসি।

বর্ণিত বিবাদী মোঃ আমিন খান গং গত ১৪/সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১১:৩০ ঘটিকায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমার ব্যক্তিগত ফেসবুক আইডি (লিং https://www.facebook.com/61555501911764/2rm?app=fbl) MD RASEL SARKAR কমেন্ট বক্সে ( বিবাদী মোঃ আমিন খান ফেসবুক আইডি লিং https://www.facebook.com/amin.khan.306760) থেকে আমার সাংবাদিকতার পেশাকে উদ্দেশ্য করিয়া বিভিন্ন কটূক্তি এক পর্যায়ে উক্ত বিবাদীগন আমাকে জানে মেরে ফেলবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকী দেয়। আমি তৎক্ষণাৎ তাহার এমন আচরণে কোন কর্ণপাত করি নাই। বিবাদী মোঃ আমিন খান গং এর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা ও তারা আমারা পূর্বের পরিচিত নয়। আমি বর্তমানে বিবাদীর এহেন আচরণে অত্যন্ত শংকিত জীবনযাপন করিতেছি। উক্ত বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন সহ ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সাধারন ডাইরী করা একান্ত প্রয়োজন। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জন্যবের মর্জি হয়।

এ ব্যাপারে সাংবাদিক মোঃ রাসেল সরকার বলেন এদের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে এবং কোটে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। এবং ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাসেল সরকার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ভূমি উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 07:23:38 am, Saturday, 20 September 2025
181 Time View

সরকারি জমি দখল নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকির ঘটনায়- থানায় জিডি

Update Time : 07:23:38 am, Saturday, 20 September 2025

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ক্রাইম সাংবাদিক মোঃ রাসেল সরকার কে প্রাণনাশের হুমকি দিয়েন ডেমরা জুম সোয়েটার্সের কর্ণদার মজিব তালুকদার গং।

গত ১৭/০৯/২০২৫ ইং রাজধানীর মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি (নং: ৯৮৩ তারিখ: ১৭/০৯/২০২৫) আকারে নথিভুক্ত রয়েছে বলে দাবি করা হয়।

৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত বেশ কয়েকটি বাংলা সংবাদপত্র সহ “দৈনিক জনতা” (দৈনিক জনতা) এর প্রথম পৃষ্ঠায় প্রদর্শিত হয়েছে। প্রধান শিরোনামে স্থানীয় আওয়ামী লীগের “সন্ত্রাসী এবং ভূমিদস্যুদের” অবৈধভাবে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। ডেমরা এলাকায় সরকারি জমি অবৈধভাবে দখলের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ সদস্য এবং ভূমি দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় শহীদ আবু সাঈদের নামে একটি মিনি-স্টেডিয়াম নির্মাণের উদ্দেশ্যে শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা প্রশ্নবিদ্ধ জমিটি পুনরুদ্ধার করেছিলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা মাদক সম্পর্কিত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যুব সম্পৃক্ততার জন্য ক্রীড়া সুবিধার গুরুত্বের উপর জোর দেন। সেই সংবাদের সূত্র ধরে সাংবাদিক রাসেলকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেন জুম সোয়েটার্স এর কর্ণদার মজিদ তালুকদার গং।

জিডিতে উল্লেখ করা হয়, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ রাসেল সরকার (৩৯), পিতা: আঃ রহীম সরকার, মাতা: আবেদা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং: ৩৩২৩০১৭৪২……, ঠিকানা (স্থায়ী ও বর্তমান)-৩৯/৩ মানিকনগর, থানা-মুগদা, ঢাকা, গ্রাম মানিকনগর ওয়াসা রোড পশ্চিম পার্শ্বের এলাকং, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-৭ থাানা মুগদা, জেলা-ঢাকা, মোবাইল নং-০১৭২৬৯১…২৪

বিবাদী মোঃ আমিন খান, মজিদ অলুকদার, মনিরুজ্জামান মনির, মাহফুজুর রহমান পিয়াল গং জুম সুয়েটার্স, ৭০ নং ইউনিট পাইটি, থানা- ডেমরা, জেলা- ঢাকা। এর বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরীর আবেদন করিতেছি যে, আমি পেশায় একজন সাংবাদিক। গত ৭/সেপ্টেম্বর/২০২৫ইং তারিখ সময় অনুমান সকাল ১০:৩০ ঘটিকার সময় আমি আমার অফিসিয়াল কাজ সহ বিভিন্ন উপাত্ত সংগ্রহের নিমিত্তে ঢাকার ডেমরা এলাকায় যাই। বিভিন্ন ডকুমেন্টারি সংগ্রহ করে বর্তমান ঠিকানা মুগাদা আমার বাসায় চলে আসি।

বর্ণিত বিবাদী মোঃ আমিন খান গং গত ১৪/সেপ্টেম্বর/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১১:৩০ ঘটিকায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমার ব্যক্তিগত ফেসবুক আইডি (লিং https://www.facebook.com/61555501911764/2rm?app=fbl) MD RASEL SARKAR কমেন্ট বক্সে ( বিবাদী মোঃ আমিন খান ফেসবুক আইডি লিং https://www.facebook.com/amin.khan.306760) থেকে আমার সাংবাদিকতার পেশাকে উদ্দেশ্য করিয়া বিভিন্ন কটূক্তি এক পর্যায়ে উক্ত বিবাদীগন আমাকে জানে মেরে ফেলবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকী দেয়। আমি তৎক্ষণাৎ তাহার এমন আচরণে কোন কর্ণপাত করি নাই। বিবাদী মোঃ আমিন খান গং এর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা ও তারা আমারা পূর্বের পরিচিত নয়। আমি বর্তমানে বিবাদীর এহেন আচরণে অত্যন্ত শংকিত জীবনযাপন করিতেছি। উক্ত বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন সহ ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সাধারন ডাইরী করা একান্ত প্রয়োজন। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জন্যবের মর্জি হয়।

এ ব্যাপারে সাংবাদিক মোঃ রাসেল সরকার বলেন এদের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে এবং কোটে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। এবং ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাসেল সরকার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ভূমি উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।