স্টাফ রিপোর্টার:
জুম সুয়েটার্স এর মালিক মজিদ তালুকদার ও তার তিন মেয়ে সোহানী তালুকদার, সামিয়া তালুকদার সোনিয়া তালুকদার গং ভূয়া দলিল সৃজন করে সড়ক ও জনপদের এক্যায়ারকৃত ৩.৫৭ একর জমি দখল করেছে (৪০/৭২-৭৩ নং এল. এ. কেইসের। যার বাজার মূল্য ২০০ কোটি টাকা; সম্পিত্তি গুলো হলো ডেমরা থানার মধ্যে ঢাকা-সিলেট মহা সড়কের পাশে দেইল্লা মোজাস্থিতি দাগ নং ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ২১, ২২, ২৩, ২৮। প্রকাশ থাকে যে, মাহামন্য হাই কোর্টের রায় মজিদ তালুকদার গং এর বিপক্ষে থাকা সত্ত্বেও ভূমিটি দখলে নিয়েছে। ডেমরা বাসী ও ডেমরার সকল স্কুল-কলেজের বাদা দিয়েও তাদের কে ফেরানো যাচ্ছে না। এলাকার সকল স্কুল কলেজের দাবী এখানে একটি খেলার মাঠ হোক। যে কোন সময় বড় ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন