3:28 am, Wednesday, 5 November 2025

তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে: জমিয়তে উলামায়ে ইসলাম

screenshot 20250913 212417

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ইসলামের উর্বর ভূমি বাংলাদেশে ইসলাম এসেছে আলেম ওলামা পীর মাশায়েখদের খেদমতের মাধ্যমেই। ৯০% মুসলমানের দেশে মসজিদ, মাদরাসা পীর আওলীয়াদের খানকা ও দরবার শরীফের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি জুমার দিনে মসজিদের মিম্বার থেকে ইমাম খতিবগণ ইসলামের শান্তির বাণী দরছ প্রচার করছেন। এতে কোটি কোটি মুসল্লি ও যুবকরা দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন। মানুষ হেদায়াতের রাস্তা খুঁজে পাচ্ছেন। ফলে যুব সমাজ মাদকের আসক্তের পরিবর্তে নামাজ রোজা ইবাদমুখী হচ্ছেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, ইসলামী মূল্যবোধ বা ইসলামকে পাশ কাটিয়ে আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় হকপন্থী আলেম ওলামা পীর মাশায়েখদের অবিস্মরণীয় অবদান রয়েছে। ক্ষমতার লোভে ইসলামের নামে কোনো গোমরাহি রাজনৈতিক দলের খপ্পরে পড়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেয়া যাবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ঘোষিত তারিখ আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন বানচালের নতুন নতুন ষড়যন্ত্র দেশবাসী রুখে দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইনকিলাব ভবনে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময়ে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সহসভাপতি মাওলানা আহসান হাবীব পীর সাহেব ডেমরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম দেশ জাতি ও ইসলামী মূল্যবোধের স্বার্থে দৈনিক ইনকিলাবের অবিস্মরনীয় অবদানের কথা কৃতজ্ঞতার স্মরণ করেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই বিপ্লবের পর দেশবাসী সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে ক্ষমতায় দেখার জন্য প্রহর গুনছেন। ইসলামের নামে কোনো ভ্রান্ত আক্বিদায় বিশ্বাসী দলের কথিত ঐক্যের ফাঁদে দেশবাসী পা দেবেন না। তিনি বলেন, হকপন্থী আলেম ওলামারা মাদরাসা মসজিদের মাধ্যমে দেশে আদর্শ নাগরিক তৈরি করছেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো সন্ত্রাস, উগ্র জঙ্গিবাদের স্থান নেই। যারা মাজার ভেঙ্গে কবর থেকে লাশ পুড়িয়ে দিয়েছে এরা পরিকল্পিতভাবে মুসলমানদের বদনাম ছড়াচ্ছে। এ এম এম বাহাউদ্দীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য আলেম ওলামাসহ সকল দেশপ্রেমিক জনগণকে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্তকারীদের ব্যাপারে সজাগ থাকার জন্য আহবান জানান।

এ এম এম বাহাউদ্দীনের সাথে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যানের আবুল হাসানাতের সাক্ষাৎ এদিকে, শনিবার সন্ধ্যায় ইনকিলাব ভবনে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে তার দপ্তরে সাক্ষাত করতে আসেন। এ সময়ে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 03:28:14 pm, Saturday, 13 September 2025
159 Time View

তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে: জমিয়তে উলামায়ে ইসলাম

Update Time : 03:28:14 pm, Saturday, 13 September 2025

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ইসলামের উর্বর ভূমি বাংলাদেশে ইসলাম এসেছে আলেম ওলামা পীর মাশায়েখদের খেদমতের মাধ্যমেই। ৯০% মুসলমানের দেশে মসজিদ, মাদরাসা পীর আওলীয়াদের খানকা ও দরবার শরীফের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি জুমার দিনে মসজিদের মিম্বার থেকে ইমাম খতিবগণ ইসলামের শান্তির বাণী দরছ প্রচার করছেন। এতে কোটি কোটি মুসল্লি ও যুবকরা দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন। মানুষ হেদায়াতের রাস্তা খুঁজে পাচ্ছেন। ফলে যুব সমাজ মাদকের আসক্তের পরিবর্তে নামাজ রোজা ইবাদমুখী হচ্ছেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, ইসলামী মূল্যবোধ বা ইসলামকে পাশ কাটিয়ে আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় হকপন্থী আলেম ওলামা পীর মাশায়েখদের অবিস্মরণীয় অবদান রয়েছে। ক্ষমতার লোভে ইসলামের নামে কোনো গোমরাহি রাজনৈতিক দলের খপ্পরে পড়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেয়া যাবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ঘোষিত তারিখ আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন বানচালের নতুন নতুন ষড়যন্ত্র দেশবাসী রুখে দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইনকিলাব ভবনে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময়ে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সহসভাপতি মাওলানা আহসান হাবীব পীর সাহেব ডেমরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম দেশ জাতি ও ইসলামী মূল্যবোধের স্বার্থে দৈনিক ইনকিলাবের অবিস্মরনীয় অবদানের কথা কৃতজ্ঞতার স্মরণ করেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই বিপ্লবের পর দেশবাসী সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে ক্ষমতায় দেখার জন্য প্রহর গুনছেন। ইসলামের নামে কোনো ভ্রান্ত আক্বিদায় বিশ্বাসী দলের কথিত ঐক্যের ফাঁদে দেশবাসী পা দেবেন না। তিনি বলেন, হকপন্থী আলেম ওলামারা মাদরাসা মসজিদের মাধ্যমে দেশে আদর্শ নাগরিক তৈরি করছেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো সন্ত্রাস, উগ্র জঙ্গিবাদের স্থান নেই। যারা মাজার ভেঙ্গে কবর থেকে লাশ পুড়িয়ে দিয়েছে এরা পরিকল্পিতভাবে মুসলমানদের বদনাম ছড়াচ্ছে। এ এম এম বাহাউদ্দীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য আলেম ওলামাসহ সকল দেশপ্রেমিক জনগণকে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্তকারীদের ব্যাপারে সজাগ থাকার জন্য আহবান জানান।

এ এম এম বাহাউদ্দীনের সাথে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যানের আবুল হাসানাতের সাক্ষাৎ এদিকে, শনিবার সন্ধ্যায় ইনকিলাব ভবনে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে তার দপ্তরে সাক্ষাত করতে আসেন। এ সময়ে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।