নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক সাংবাদিক মুহম্মদ মনজুর হোসেন বলেন, সাংবাদিকদের সামনে আজ নতুন চ্যালেঞ্জ ও দায়িত্বের ক্ষেত্র আরও প্রসারিত হয়েছে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর, নিজ বাসভবনে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের শুধু খবর পরিবেশন করলেই হবে না; বরং সত্য উদঘাটন, তথ্য যাচাই, পাঠক-শ্রোতা ও দর্শকের আস্থা অর্জন এবং সমাজকে সঠিক পথে পরিচালনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিকদের প্রচুর পড়তে হবে, জানতে হবে এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।”
মনজুর হোসেন আরও উল্লেখ করেন, আজকের বিশ্বে গুজব, বিভ্রান্তি ও ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সাংবাদিকদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মের সাংবাদিকদের নিয়মিত বই, গবেষণা ও ইতিহাস পড়ার প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, সাংবাদিক সমাজ দায়িত্বশীলতার সাথে কাজ করলে একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন