নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাজাহানপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে বিশাল (২৬) ও রবিন (২৬) নামে দুই যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, জানতে পারি শাহজাহানপুর থানা দক্ষিণ খিলগাঁও এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে। আহত রবিন পেশাদার ছিনতাইকারী। তার বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। তার নামে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আর বিশাল লেগুনা চালক। তার বাসা সবুজবাগ মাদারটেক এলাকায়।
তিনি আরও জানান, জানতে পেরেছি রাতে মাদকের কোন বিষয় নিয়ে শান্ত নামে আরেক যুবকের সাথে তাদের দ্বন্দ্ব লাগে। এর আগে শান্তকে তারা কুপিয়ে আগত করেছিল। আজ শান্তর সাথে আবার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তাদের দুজনকে গুলি করে পালিয়ে যায়। এতে বিশালের পেটের ডানপাশে ও রবিনের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন