স্টাফ রিপোর্টার:
রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কাজ করার সময় ছয় তলা ভবন থেকে নিচে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহত রিফাত এস এ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানিতে এসি মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার কাজীতলা গ্রামে। তিনি রাজধানীর মান্ডা এলাকায় ভাড়া থাকতেন।
সহকর্মী আল আমিন বলেন, ‘আজ বিকেলে খিলগাঁওয়ের একটি ছয়তলা ভবনের বাইরে এসির কাজ করছিলেন রিফাত। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন