যাত্রাবাড়ীতে সরকারি খাল দখল করে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়

স্টাফ রিপোর্টার:
যাত্রাবাড়ীর কোনাপাড়ায় জামান আসাদ সুপার মার্কেটের সামনে সরকারি খাল দখল করে বাঁশের মাচা দিয়ে ফুটের দোকান তৈরি করে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামান আসাদ সুপার মার্কেটের মালিক “জামান সাহেব” জামান আসাদ সুপার মার্কেটের সামনে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাল দখল করে তার উপর বাঁশের মাচা দিয়ে অস্থায়ী ৩০ থেকে ৪০ টি ফুটের দোকান তৈরি করে। এই দোকানগুলো থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে লক্ষ লক্ষ টাকা চাঁদা কালেকশন করছেন।
জামান সাহেব ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর সাবেক এমপি সজল মোল্লার চাচা বাবুল মোল্লার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাহায্যে ক্ষমতার অপব্যবহার করে ৬ থেকে ৭ জনের জমি দখল করে নির্মাণ করেন জামান আসাদ সুপার মার্কেট। তৎকালীন তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় তার মার্কেটের সামনে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করেন। অতঃপর এসব দোকান থেকে লক্ষ লক্ষ টাকা এডভান্স নিয়ে বাঁশের মাচা দিয়ে ফুটের দোকান তৈরি করে। এইসব অবৈধ ফুটের দোকান থেকে তিনি মাসিক লক্ষ লক্ষ টাকা চাঁদা কালেকশন করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক কাউন্সিলর বাবুল মোল্লার আস্থাভাজন হয়েও এখন তিনি কিভাবে এই ফুটের চাঁদা আদায় করেন তা দেখে স্থানীয়রা হতভম্ব হয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় মনজুর আলম খান রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাবতে অবাক লাগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর সাবেক আওয়ামী লীগের কাউন্সিল বাবুল মোল্লার আস্থাভাজন জামান সাহেব হাসিনা সরকারের পতনের পর কিভাবে সরকারি খাল দখল করে সেখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে। প্রশাসন এর বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। তার ক্ষমতার উৎস কি ডেমরা ও যাত্রাবাড়ী বাসী তা জানতে চায়।
এ বিষয়ে ওয়ারি বিভাগের পুলিশের ডিসি হারুনুর রশিদের কাছে জামান সাহেবের খাল দখল করে ফুটের দোকান তৈরি করে চাঁদা আদায় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে পরামর্শ করে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।