নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়দাবাদ ব্রিজের ঢালে দুই সংবাদকর্মীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে।
জিডির সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক পত্রিকা রূপবানীর প্রতিনিধি মোঃ বাদল এবং অপর এক সংবাদকর্মী সায়দাবাদ ট্রেড সেন্টারের সামনে যাওয়ার পথে বিবাদী ১। মোঃ শরীফ আহমেদ, ২। মোঃ আরীফ আহমেদ, ৩। আল-আমিন এবং আরও অজ্ঞাতনামা ২/৩ জন তাদের পথরোধ করে। এ সময় তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, মারুফ প্রপার্টিজ-এর মালিক মারুফকে গ্রেফতার এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিকদের মারধর ও প্রাণে মেরে ফেলার পাশাপাশি যেকোনো ক্ষতি সাধন করা হবে।
এ ঘটনায় সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আলমগীর, সালাউদ্দিন, হাদী ও সোহেলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী সংবাদকর্মীরা এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ-এর যাত্রাবাড়ী থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমেদ শাহকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ বিষয়ে দৈনিক রূপবানীর প্রতিনিধি মোঃ বাদল ও রাজধানী টিভির প্রতিনিধি মোঃ বশির আহমেদ সানি বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেন। এরপর থেকেই মারুফের আপন ভাই শরীফ ও আরিফ সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই ক্ষোভের জের ধরেই তারা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন