স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা সাংবাদিকদের সুরক্ষার জন্য ৬ দফা দাবি জানিয়েছেন সংগঠনটি।
আজ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন এ সংগঠনটি।
আন্তর্জাতিক সংবাদিক সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা যাতে নিরাপত্তা ও স্বাধীনতার সাথে কাজ করতে পারে তার জন্য আন্তর্জাতিক ঘোষণাপত্র ও জাতিসংঘের কর্মপরিকল্পনা এর মতো বিভিন্ন উদ্যোগে তাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, জোরপূর্বক অন্তর্ধান এবং হয়রানি থেকে সুরক্ষা প্রদান করা। এবং আন্তর্জাতিকভাবে সাংবাদিকদের সুরক্ষার জন্য যে বিষয়গুলো গুরুত্ব পায়:
হুমকি থেকে সুরক্ষা: সাংবাদিকদের হত্যা, নির্যাতন, জোরপূর্বক অন্তর্ধান, নির্বিচারে গ্রেপ্তার, হয়রানি, হুমকি এবং অন্যান্য সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার ওপর জোর দেওয়া হয়। সাংবাদিকদের তাদের পেশাগত কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার রক্ষা করা। সাংবাদিকদের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক কনভেনশন এবং ঘোষণাপত্র গ্রহণ করার আহ্বান জানানো হয়, যা সাংবাদিকদের নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
প্রতিরোধ ও বিচার: সাংবাদিকদের ওপর হামলা প্রতিরোধ করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনলাইন ও অফলাইন সুরক্ষা, শুধু বাস্তব জগতেই নয়, অনলাইন ও সাইবার জগতে সাংবাদিকদের ওপর হওয়া হয়রানি ও ভয়ভীতি থেকেও সুরক্ষা দেওয়া। সশস্ত্র সংঘাতকালীন সুরক্ষা, শান্তির সময় ছাড়াও সশস্ত্র সংঘাতের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দিক।
১। অপসাংবাদিকতা রোধে সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
২। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও আর্থিক কল্যান নিশ্চিত করা।
৩। সরকার ও গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগে নীতিমালা প্রণয়ন।
৪। সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানি বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন।
৫। রাজধানীসহ জেলা ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা প্রদান।
৬। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও প্রাপ্তিতে সকল প্রতিষ্ঠানে বাঁধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা।
তবে সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো সম্মিলিতভাবে কাজ করতে হবে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন