8:51 pm, Monday, 8 September 2025

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না : উপদেষ্টা আসিফ

দিগন্ত প্রতিদিন

image 220564 1757161389

 

দিগন্ত ডেস্ক:
রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার পেছনে কার দায় রয়েছে এবং কার অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

আসিফ মাহমুদ বলেন, কাকরাইলের ঘটনায় প্রথম হামলা করেছে জাতীয় পার্টির পক্ষ। রাজনৈতিকভাবে এটি এক ধরনের অবিবেচক কর্মকাণ্ড। কে বা কারা উৎসাহ দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে, সেটিও তদন্ত করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা আগে ডিসেম্বরে নির্বাচন দাবি করেছিল, এখন তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, অনেকেই নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করবে। তবে আমাদের বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধে আস্থাশীল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব হবে।

আসিফ মাহমুদ বলেন, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা- সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর- এর দিকেই আমরা এগোচ্ছি। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সবার ঐকমত্যের ভিত্তিতে এটি বাস্তবায়নের পথে এগোনো হবে এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 04:06:20 pm, Saturday, 6 September 2025
24 Time View

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না : উপদেষ্টা আসিফ

Update Time : 04:06:20 pm, Saturday, 6 September 2025

 

দিগন্ত ডেস্ক:
রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার পেছনে কার দায় রয়েছে এবং কার অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

আসিফ মাহমুদ বলেন, কাকরাইলের ঘটনায় প্রথম হামলা করেছে জাতীয় পার্টির পক্ষ। রাজনৈতিকভাবে এটি এক ধরনের অবিবেচক কর্মকাণ্ড। কে বা কারা উৎসাহ দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে, সেটিও তদন্ত করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা আগে ডিসেম্বরে নির্বাচন দাবি করেছিল, এখন তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, অনেকেই নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করবে। তবে আমাদের বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধে আস্থাশীল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব হবে।

আসিফ মাহমুদ বলেন, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা- সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর- এর দিকেই আমরা এগোচ্ছি। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সবার ঐকমত্যের ভিত্তিতে এটি বাস্তবায়নের পথে এগোনো হবে এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।