নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আলী হাসান পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন। পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
বুধবার রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারিদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে, বাসার গেটেও হামলা করেছে। তবে ভেতরে ঢুকতে পারেনি। পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীওে অসংখ্য কোপ লেগেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. নাহিদ ফোনে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্না স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীরা স্থানীয়। তাদেও সঙ্গে কী নিয়ে বিরোধ লেগেছিল তা জানার চেষ্টা চলছে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন