স্টাফ রিপোর্টার:
সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা চলছে, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপিক চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে।
চাঁদাবাজিতে মহা উৎসবে মেতে উঠেছে যেমন রাজধানীর মতিঝিলে ইসমাইল হোসেন মোল্লার ভয়াবহ চাঁদাবাজি। অতিষ্ঠ হয়ে পরেছে ফুটবাদের দোকানদার।
বিএনপির চাঁদাবাজির জন্য কিছু মানুষকে প্রাণ দিতে হচ্ছে, কেউ সন্তান হারাচ্ছে, হচ্ছে খুন, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়ার আসর, সহ ইসমাইল হোসেন মোল্লা গ্রুপের, মতিঝিলে চাঁদাবাজির লক্ষ লক্ষ টাকা কোথায় যায়, কে নেই, এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে? সাধারণ জনগণ বলেন বিএনপি যদি চাঁদা বন্ধ না করে তাহলে সামনের দিকে সরকার গঠনে ভোট কমে যাবে।
চাঁদাবাজির জন্য সাধারণ মানুষের কাছে আস্তে আস্তে বিএনপি'র প্রতি মানুষের একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে মতিঝিলে ফুটপাতে চাঁদাবাজির মহাম উৎসব মেতে উঠেছে ইসমাইল হোসেন মোল্লা বলেন উক্ত চাঁদাবাজি টাকার ভাগ মতিঝিল থানার ওসি, থানার পিআই, কেন্দ্রীয় নেতা সহ কর্মীদেরকে বণ্টন করতে হয়।
চাঁদাবাজ ইসমাইল হোসেন মোল্লা গ্রুপ ফুটপাতে দোকানদারকে বলেন নিয়মিত টাকা না দিলে দোকান বসাতে পারবোনা, যদি কোন এক ব্যক্তি চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হত্যা হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং চাঁদা দিতে না পারলে দোকান তুলে দেওয়া হয়। বিশেষ সূত্রে জানা যায় ফুটপাতের দোকান থেকে লক্ষ লক্ষ টাকা এডভান্স নেওয়া হয়েছে ফুটপাত দখলের বেপরোয়া চাঁদাবাজ।
সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা বন্ধের দাবিতে জানিয়েছেন সাধারণ জনগণ, অন্য অন্য দলগুলি হুঁশিয়ারি দেন, বিএনপি সারা দেশে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না করলে তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। জনগণের দাবি নির্বাচনে আগেই যদি এই চাঁদাবাজির মহা উৎসব চলে তাহলে জনগণের কোথায় দাঁড়াবে।
কেন্দ্রীয় নেতাদের কাছে সাধারণ মানুষের দাবি এই মহা উৎসব বন্ধ করবেন তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিবেন এবং আগামী সরকার গঠন করবেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন