বিশেষ প্রতিবেদক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্ধারিত মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছে মঞ্চ ২৪।
বুধবার (২৭ আগস্ট) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঞ্চ ৭১ গঠন করা হয়েছে আওয়ামী লীগ পুনর্বাসনের লক্ষ্য নিয়ে, যা মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
এতে বলা হয়, মঞ্চ ৭১-এর নেতৃত্বে থাকা জেড আই খান পান্না নিজেকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে তুলে ধরেছেন। এই কার্যকলাপ তাকে গণতান্ত্রিক সংস্কারের বিপরীতে দাঁড়িয়ে একটি ফ্যাসিবাদী শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। তাই, তার সমর্থিত মঞ্চ ৭১-এর যেসব কর্মসূচি রয়েছে—তাদের একটিও কার্যকর করতে দেওয়া মানে ইতিহাসের প্রতি অবমাননা করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর আত্মপ্রকাশের নির্ধারিত কর্মসূচি থেকে চব্বিশের বিপ্লবের স্পিরিট বিরোধী কোনো বক্তব্য দেওয়া হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব রিপোর্টার্স ইউনিটি কর্তৃপক্ষের উপর বর্তাবে। তাই সতর্কতা সঙ্গে, আমরা তীব্রভাবে এ কর্মসূচিটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটকে তাদের বুকিং বাতিল করার আহ্বান করছি।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন