ওসির বিরুদ্ধে সাংবাদিক পরিবারের ছবি নিয়ে পর্নগ্রাফি হুমকি

বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কোনো অপরাধ ছাড়াই গ্রেপ্তার করে টাকা হাতিয়ে সাধারণ মামলায় গ্রেপ্তার দেখানো, সংঘর্ষে আহতদের মামলা না নেওয়ার ও ফসলি জমি কাটায় জব্দকৃত ট্রাক্টর টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
ফেসবুকে ওসিকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে পোষ্ট দিতেও দেখা যায় উপজেলার অনেককেই। ওসির অনিয়মে অতিষ্ট সাধারণ মানুষ।
তিনি প্রবাসী সাংবাদিক মতিউর রহমান রিয়াদের পরিবারের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পর্নগ্রাফিতে রূপান্তরের হুমকি দেন এবং এসময় অশোভন ভাষায় গালিগালাজ করেন।
সচেতন মহলের মতে, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, এবং ফৌজদারি দণ্ডবিধি এর বিভিন্ন ধারা অনুযায়ী এ কাজ একাধিক অপরাধের শামিল। বিশেষ করে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখ থেকে এমন হুমকি আসা ‘গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ নজির’।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও মানবাধিকারকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, একজন থানার ওসি যদি পরিবারের ছবি নিয়ে পর্নগ্রাফি বানানোর হুমকি দেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দ্রুত তদন্ত করে তাঁকে আইনের আওতায় আনার দাবি উঠেছে।