9:58 pm, Tuesday, 9 September 2025

অনিয়ম রোধে ইলেকট্রিক্যাল এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

img 20250825 wa0022

 

জাহিদুল আলম:
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত রোববার (২৪ আগস্ট) তিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের নবাবপুর অফিসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী তিন মাসের মধ্যে ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন এবং এর দৈন্দন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। যেহেতু বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া যায়। রিট পিটিশন নং- ১৫৩৬৮/২০২৪ এ মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রশাসক নিয়োগের আবেদনটি নিষ্পত্তি করতে আদেশ প্রদান করা হয়েছে। সেখানে আরও বলা হয়, বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও সন্তোষজনক জবাব দাখিল করতে পারেননি।

সংগঠনটিতে দীর্ঘসময় অডিট ও সঠিকভাবে এজিএম করা হয়নি।যেহেতু শুনানিকালে এফবিসিসিআই-এর প্রতিনিধি বাণিজ্য সংগঠন আইন, ২০২২ মোতাবেক প্রশাসক নিয়োগের জন্য মতামত ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের উভয়পক্ষের মতবিরোধের কারণে এসোসিয়েশনের সাধারণ সদস্যসহ সেবাগ্রহীতারা সেবাপ্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছে। সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে জান্নাতুল ফেরদৌস, যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়-কে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত: নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস বলেন, যেহেতু প্রায় ৭০০০ সদস্যের বৃহৎ একটা সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন, সেহেতু এখানে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সকল সদস্যের ডেকে নিয়ে তাদের অভিযোগ শুনবো, সমস্যা সমাধানে তাদের পরামর্শ গ্রহণ করবো। হিসাবের সকল কাগজপত্র যাচাই-বাছাই করবো। সংগঠনের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে, গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করবো।বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সদস্য বি এম সাগর জানান বর্তমান প্রশাসককে আমরা অভিনন্দন জানাই এবং তাকে নির্বাচন পরিচালনা ও সঠিক ভোটার লিস্ট করার সর্বাত্মক সহযোগিতা করবো।তবে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারে সমর্থিত কোন ব্যক্তি কোন পদে নির্বাচন করতে দেওয়া হবে না।

সাবেক ডাইরেক্টর বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন আর ইলেকট্রিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাবেদ তিনি বলেন নতুন প্রশাসক আসায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৬৪ সালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সঠিক ভোটারের মাধ্যমে নির্বাচন দিয়ে শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলে আশা করি।তিনি আরো বলেন আমি বরাবরই ছাত্র জীবন থেকে বাজারের জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে লালন করে থাকি। কিছু মহল মব সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকার ট্যাগ লাগানো চেষ্টা করে যাচ্ছে।

বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সাবেক ডাইরেক্টর বর্তমানে ইলেকট্রিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান বাণিজ্য মন্ত্রলায় থেকে প্রশাসন নিয়োগ দেওয়ায় হাইকোর্টকে ধন্যবাদ জানাই ১২০ দিন মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন এই আশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 10:24:54 am, Monday, 25 August 2025
91 Time View

অনিয়ম রোধে ইলেকট্রিক্যাল এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

Update Time : 10:24:54 am, Monday, 25 August 2025

 

জাহিদুল আলম:
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত রোববার (২৪ আগস্ট) তিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের নবাবপুর অফিসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী তিন মাসের মধ্যে ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন এবং এর দৈন্দন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। যেহেতু বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া যায়। রিট পিটিশন নং- ১৫৩৬৮/২০২৪ এ মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রশাসক নিয়োগের আবেদনটি নিষ্পত্তি করতে আদেশ প্রদান করা হয়েছে। সেখানে আরও বলা হয়, বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও সন্তোষজনক জবাব দাখিল করতে পারেননি।

সংগঠনটিতে দীর্ঘসময় অডিট ও সঠিকভাবে এজিএম করা হয়নি।যেহেতু শুনানিকালে এফবিসিসিআই-এর প্রতিনিধি বাণিজ্য সংগঠন আইন, ২০২২ মোতাবেক প্রশাসক নিয়োগের জন্য মতামত ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের উভয়পক্ষের মতবিরোধের কারণে এসোসিয়েশনের সাধারণ সদস্যসহ সেবাগ্রহীতারা সেবাপ্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছে। সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে জান্নাতুল ফেরদৌস, যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়-কে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত: নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস বলেন, যেহেতু প্রায় ৭০০০ সদস্যের বৃহৎ একটা সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন, সেহেতু এখানে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সকল সদস্যের ডেকে নিয়ে তাদের অভিযোগ শুনবো, সমস্যা সমাধানে তাদের পরামর্শ গ্রহণ করবো। হিসাবের সকল কাগজপত্র যাচাই-বাছাই করবো। সংগঠনের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে, গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করবো।বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সদস্য বি এম সাগর জানান বর্তমান প্রশাসককে আমরা অভিনন্দন জানাই এবং তাকে নির্বাচন পরিচালনা ও সঠিক ভোটার লিস্ট করার সর্বাত্মক সহযোগিতা করবো।তবে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারে সমর্থিত কোন ব্যক্তি কোন পদে নির্বাচন করতে দেওয়া হবে না।

সাবেক ডাইরেক্টর বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন আর ইলেকট্রিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাবেদ তিনি বলেন নতুন প্রশাসক আসায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৬৪ সালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সঠিক ভোটারের মাধ্যমে নির্বাচন দিয়ে শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলে আশা করি।তিনি আরো বলেন আমি বরাবরই ছাত্র জীবন থেকে বাজারের জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে লালন করে থাকি। কিছু মহল মব সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকার ট্যাগ লাগানো চেষ্টা করে যাচ্ছে।

বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সাবেক ডাইরেক্টর বর্তমানে ইলেকট্রিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান বাণিজ্য মন্ত্রলায় থেকে প্রশাসন নিয়োগ দেওয়ায় হাইকোর্টকে ধন্যবাদ জানাই ১২০ দিন মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন এই আশা ব্যক্ত করেন।