9:59 pm, Tuesday, 9 September 2025

কুমিল্লায় চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৭

picsart 25 08 24 00 01 13 390

 

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সায়েম (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। নিহত সায়েমের বাড়ি রংপুর জেলায় হলেও তিনি কুমিল্লা সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় বাবা আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সায়েম বিসিক এলাকার ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদা তুলতে যান। এসময় ফ্যাক্টরির লোকজন তাকে আটকে রেখে মারধর করে। পরে সায়েমের সহযোগীরা গিয়ে উত্তেজনা সৃষ্টি করলে এলাকাবাসীও জড়ো হয়ে তাকে আবারও মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। পরে ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মাহিনুল ইসলাম বলেন, সায়েম বিসিক এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 06:02:32 pm, Saturday, 23 August 2025
86 Time View

কুমিল্লায় চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৭

Update Time : 06:02:32 pm, Saturday, 23 August 2025

 

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সায়েম (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। নিহত সায়েমের বাড়ি রংপুর জেলায় হলেও তিনি কুমিল্লা সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় বাবা আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সায়েম বিসিক এলাকার ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদা তুলতে যান। এসময় ফ্যাক্টরির লোকজন তাকে আটকে রেখে মারধর করে। পরে সায়েমের সহযোগীরা গিয়ে উত্তেজনা সৃষ্টি করলে এলাকাবাসীও জড়ো হয়ে তাকে আবারও মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। পরে ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মাহিনুল ইসলাম বলেন, সায়েম বিসিক এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।