হরিণ মার্কার পক্ষে গণজোয়ার, মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিশাল মিছিল

মো, ইব্রাহিম হোসেন:
আগামী ২৩ আগস্ট ২০২৫ রোজ শনিবার ঢাকা মোহাম্মদপুর শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বাজারের বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টাঙিয়ে চালানো হচ্ছে ভোটের প্রচারণা। সেই সাথে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। ভোটের আমেজে একে অপরের খোঁজখবর নেওয়া, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করা গেছে।
শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন হরিণ মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফোর জি লাইট হাউজের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মোহাম্মদপুর শেরশাহ শুরী রোডে বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফোর জি লাইট হাউজের সামনে থেকে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও হরিণ মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন।
বুধবার (২০ আগষ্ট) সন্ধ্যায় মোহাম্মদপুর শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটারদের উদ্যোগে এ বিশাল প্রচার মিছিল বের করা হয়।
প্রচার মিছিল ও পথ সভায় বক্তব্য দেন হরিণ মার্কার সহ-সভাপতি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন এবং ২৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম শাহা আলম মাহমুদ।
এসময় মোঃ আনোয়ার হোসেন বলেন, শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন হরিণ মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শত শত মানুষ শেরশাহ শুরী রোডে জমায়েত হয়েছেন। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, আগামী ২৩ আগস্ট ২০২৫ রোজ শনিবার হরিণ মার্কার বিজয় হবে ইনশাল্লাহ।