স্টাফ রিপোর্টার:
ঢাকা মোহাম্মদপুর শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। আগামী ২৩ আগস্ট ২০২৫ রোজ শনিবার শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা। আগামী দিনে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সান ইলেকট্রিক এন্ড লাইটিং ওয়ার্ড এর প্রোপ্রাইটর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাদা মনের মানুষ মোঃ রুহুল আমিন সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন। ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আনারস মার্কা নিয়ে নির্বাচনে ভোটের মাঠে সকলের চেয়ে এগিয়ে মোঃ রুহুল আমিন।
সরেজমিনে খোঁজ নিলে শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটাররা জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের ভোট দেবেন তারা। ভোটাররা আরো জানান, সাধারণ সম্পাদক পদে আনারস মার্কার মোঃ রুহুল আমিন একজন সৎ ও যোগ্য নেতা। তার সাথে অন্য কারোর তুলনা হয় না। আমরা চাই মোঃ রুহুল আমিন নির্বাচিত হয়ে শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করুক।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শেরশাহ শুরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। ওইদিন সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন করা হবে বলে জানান তারা।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন