বিশেষ সংবাদদাতা:
কুষ্টিয়া মিরপুর থানাধীন বহল বাড়িয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত বহলবাড়ীয়া সেন্টার সংলগ্ন বড় মসজিদের পার্শে মৃত্যু জামাল মন্ডল এর ছেলে মোঃ ওয়াশিম মন্ডল (৪৮) গড়ে তুলেছে রাস্তার সরকারি যায়গায় গরুর খামার।
এতে পরিবেশ যেমন দূষিত হচ্ছে সেই সাথে কয়েকটি ফ্যামিলির যাতায়াতের পথ ও বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে পারিবারিক কোন্দল।
কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়ীয়া সেন্টার এর বড় মসজিদ সংলগ্ন মোঃ ওয়াশিম মন্ডল গড়ে তুলেছে সরকারি যায়গায় অবৈধ স্থাপনা।আশেপাশের লোকজন বাধা দিতে গেলে দিচ্ছে প্রাণ নাসের হুমকি। অবৈধ স্থাপনার মালিক ওয়াসিম মন্ডল মেন রাস্তার যায়গা দখল করে গড়ে তুলেছে গরুর খামার, গরুর খামারের পাশ দিয়ে রয়েছে কয়েকটা পরিবারের চলাচলে পথ। গরুর ঘরটি এমন ভাবে করা হয়েছে যে গরুর মল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তা সহ আশেপাশের যায়গায় গুলোতে এতে বিকট দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ।
একটু বৃষ্টির দেখা মিললেই ওই রাস্তা হয়ে যায় চলার অনুপযোগী। পায়ের সঙ্গে উঠে আসে রাস্তা দিয়ে চলাচল কারীদের গরুর মল। এমন কি রাস্তার সরকারি যায়গায় করা হয়েছে অনুপোযোগী কাঁচা টয়লেট। তারই একটি পার্শ্বে খনন করে রাখা হয় গরুর মল। গরুর গোসলের পানি আর গরুর পায়ের নিচের মল ধৌত করে অবশিষ্ট পানি যাতায়াতের জন্য রাস্তার পাশ দিয়ে করা হয়েছে ড্রেন। উক্ত বিষয়ে বলতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওয়াশিম ও তার স্ত্রী।
স্হানীয় সূত্রে জানা গেছে গত ০৫/০৮/২০২৫ ইং তাং আনুমানিক রাত ১০ ঘটিকার সময় গরুর গোয়াল নিয়ে কথা বলতে গেলে ওয়াশিমের স্ত্রী অকাত্য ভাষায় গালিগালাজ করতে থাকে স্হানীয়রা প্রতিবাদ করতে গেলে ওয়াশিমের স্ত্রী ওয়াশিম ও তার ভাইদের ডেকে ভুক্তভোগীদের বাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে বিষয়টি সমাধান করেন। পরবর্তীতে পুলিশ চলে গেলে উক্ত অবৈধ স্থাপনার মালিক কথিত কয়েকজন নেতার সহযোগিতায় আবারো ভুক্তভোগীদের উপর বেপরোয়া হয়ে ওঠে।
ভুক্তভোগীরা জানান উক্ত বিষয়ে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহোদয়কে জানালে তিনি বলেন সরকারি যায়গায় কেউ যদি অবৈধ স্হাপনা করে থাকে আর যদি সেখান থেকে পরিবেশ দূষণ হয় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। বহলবাড়ীয়া ইউনিয়ন ভুমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তিনি গণমাধ্যম কর্মীদের জানান। আমি ঘটন স্থল পরিদর্শন করেছি ওয়াশিম নামে এক ব্যক্তি রাস্তার পাশদিয়ে গরুর ঘর তৈরি করেছে, রাস্তার আশেপাশ দিয়ে গরুর মল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে কারণে পরিবেশ দূষিত হচ্ছে আমার স্যার সহকারী কমিশনার (ভুমি)আমাকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। বিষয়টি আমি আমার স্যার কে জানিয়েছি উক্ত গুরুর ঘর যদি সরকারি জায়গায় হয় তবে সেটা অবৈধ স্থাপনা বলে গণ্য হবে, অবৈধ স্থাপনা হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন