3:20 pm, Tuesday, 9 September 2025

আমাকে ছুঁয়ে দিও তোমার বসন্তে: মো: জাহিদুল ইসলাম জাহিদ

picsart 25 08 13 19 27 47 354

 

তোমার শান্ত চোখ কথা বলে ভালোবাসার
কথা বলে দূরের বরফ গলা হিমালয়ের,
সমুদ্র স্নানে ক্লান্ত রুদ্রের উষ্ণতায়
তোমার খোলাচুলের ঘ্রাণ ভেসে আসে
আমার তৃপ্ত হৃদয় পানে।

তোমার চোখের দৃষ্টিতে পাহারের স্নিগ্ধতা
সাদা মেঘের ডানায় উড়ে যায়-সব নিরবতা, তোমার সব ক্লান্তি,বয়ে যায় বৃষ্টি স্নানে তোমার যত দুঃখ-যন্ত্রণা,নিবে যায় ভোরের শান্ত পাখির গানে।

তোমার হৃদয় নিরব বসন্তের গান গায়
সমস্ত ফুলের সৌরভ ভেসে যায় সমুদ্র জলে, রুপালী জোছনার আলো মেখে যায় তোমার হৃদয়- উষ্ণ সীমান্তে।

তুমি প্রজাপতির ডানায় উড়ে যাও ধরণীর শেষপ্রান্তে তোমার যত হাসি,নিরবতার ভ্রুপ ছায়ার আলো মেখে নিও নিরব দিগন্তে, তোমার যতো ভালোবাসা,যতো উচ্ছ্বাসের ডেও আমাকে ছুঁয়ে দিও তোমার বসন্তে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Update Time : 01:29:39 pm, Wednesday, 13 August 2025
128 Time View

আমাকে ছুঁয়ে দিও তোমার বসন্তে: মো: জাহিদুল ইসলাম জাহিদ

Update Time : 01:29:39 pm, Wednesday, 13 August 2025

 

তোমার শান্ত চোখ কথা বলে ভালোবাসার
কথা বলে দূরের বরফ গলা হিমালয়ের,
সমুদ্র স্নানে ক্লান্ত রুদ্রের উষ্ণতায়
তোমার খোলাচুলের ঘ্রাণ ভেসে আসে
আমার তৃপ্ত হৃদয় পানে।

তোমার চোখের দৃষ্টিতে পাহারের স্নিগ্ধতা
সাদা মেঘের ডানায় উড়ে যায়-সব নিরবতা, তোমার সব ক্লান্তি,বয়ে যায় বৃষ্টি স্নানে তোমার যত দুঃখ-যন্ত্রণা,নিবে যায় ভোরের শান্ত পাখির গানে।

তোমার হৃদয় নিরব বসন্তের গান গায়
সমস্ত ফুলের সৌরভ ভেসে যায় সমুদ্র জলে, রুপালী জোছনার আলো মেখে যায় তোমার হৃদয়- উষ্ণ সীমান্তে।

তুমি প্রজাপতির ডানায় উড়ে যাও ধরণীর শেষপ্রান্তে তোমার যত হাসি,নিরবতার ভ্রুপ ছায়ার আলো মেখে নিও নিরব দিগন্তে, তোমার যতো ভালোবাসা,যতো উচ্ছ্বাসের ডেও আমাকে ছুঁয়ে দিও তোমার বসন্তে।