খ্যাতিমান দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আজ বুধবার ৩০ জুলাই. ২০২৫ ইং বেলা ২.৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নরওয়ে হাসপাতাল অতপর গাজীপুর তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোকাভিভূত হলেন ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) এর উপদেষ্টা মনির হোসেন কাজী, সভাপতি মো: রাসেল সরকার, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এবং ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এনজেএফ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এনজেএফ এর প্রধান উপদেষ্টা এবং দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার সহ অসংখ্য পত্রিকায় কাজ করেছেন।
বস্তুনিষ্ঠ, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য জীবনে বহুবার পুরস্কৃত হয়েছেন আবার অনেক মামলা-মোকদ্দমা ও সরকারের প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এনজেএফ তাঁর আপোষহীন নির্ভীক সাংবাদিকতার জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মহুমের আত্বার মাগফেরাত কামনা করে আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তাকে বেহেস্থ নসিব করুন: আমীন
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন