এম রাসেল সরকার:
শত শত পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে অন্য দশটা পেশার পাৰ্থক্য অনেক। আজকের প্রতিষ্টিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। তবে ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতা নিয়েই পড়তে হবে। তা কিন্তু জরুরী নয়। তবে এ বিষয়ে পারদর্শিতা বা ডিগ্রী থাকা ভালো। সাংবাদিকদের ‘সব কাজের কাজী হতে হয়’ অর্থ্যাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকদের জন্য জরুরী।
সাংবাদিকতার ক্ষেত্র সমূহ :
প্রিন্টমিডিয়া: পত্রিকা, ম্যাগাজিন, স্মরণিকা, সাময়িকী ইত্যাদি। ইলেক্ট্রনিক মিডিয়া: রেডিও, টেলিভিশন , অনলাইন মিডিয়া ইত্যাদি।
সাংবাদিকতা একটি চ্যালেন্জিং পেশা:
সাংবাদিকরা লেখা পড়া করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত অপ্রতুল। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেন্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশ -বিদেশে সমাদৃত। সাংবাদিকতায় অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার প্রবেশ করতে পারলে একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব।
শিক্ষাগত যোগ্যতা:
জাতীয় পত্রিকা/ অনলাইন / ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অনার্স অথবা সমমানের ডিগ্রিধারী অথবা কমপক্ষে নিরপেক্ষ সাংবাদিকতার উপর ১০/১১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্সলের ক্ষেত্রে কিছুটা শিথিলযোগ্য। সাংবাদিকতায় প্রাতিষ্টানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতায় উপর যে কোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতা পেশায় হাতে খড়ি হতে পারে।
একটি সফল শর্ট কোর্সের পর পিজিটি ও মাস্টার্স করতে পারলে সাংবাদিক হিসেবে একটি শক্ত ভিতের ওপর দাঁড়ানো সম্ভব।
এক ভারী মজার পেশা :
পেশার থেকেও নেশা বলাই শ্রেয়। একজন সাংবাদিকের সমাজে ভূমিকা ঠিক ততটাই যতটা একজন শিক্ষকের ভূমিকা তার ছাত্রের জীবনে। কারণ তাদের মাধ্যমেই সকালে ঘুম থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি মানুষ জানতে পারে দেশ-কাল -সমাজে কী ঘটে চলেছে।
সাংবাদিকদের বিশেষ গুণাবলী :
একজন সাংবাদিক হতে হলে আপনার মধ্যে কিছু কিছু বিশেষ গুণাবলী থাকা আবশ্যক। যেমন : সর্বাগ্রে বাংলা ইংরেজি ভাষায় দখল থাকা আবশ্যিক।
দ্বিতীয়তঃ দরকার : অনুসন্ধানী মন। কোনো বিষয়কে সাধারণ মানুষ যেভাবে দেখতে একজন সাংবাদিক সেভাবে দেখবেনা।
তাঁর কাজই হল দৈনন্দিন হাজারো বিষয়ের মধ্য থেকে খবরের গুণাবলী আছে এসব তথ্যকে খুঁজে বের করা।
ডিজিটাল প্লাটফর্মে সাংবাদিকদের চাহিদা :
সাংবাদিকদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। ডিজিটাল প্লাটফর্মেও এর চাহিদা কোনঅংশে কম নয়। ফটোশপ , কম্পিউটার টাইপিং , এডিটিং সম্পর্কে সম্যক ধারণা আপনার কাজের সুযোগ আরো বাড়াবে। পরিশেষে একজন সাংবাদিকদের হওয়া প্রয়োজন আদর্শবান , সৃজনশীল এবং যুক্তিবাদী।
এর মধ্যে কয়েকটি হলো:
সত্যবাদিতা, বস্তুনিষ্ঠতা, সাহস, অনুসন্ধিৎসা, স্পষ্টবাদিতা, যোগাযোগ দক্ষতা, অধ্যবসায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতা।
একজন সাংবাদিকের প্রধান গুণাবলী:
সমাজের প্রতি দায়বদ্ধতা:
সাংবাদিক সমাজের আয়না স্বরূপ। তাই, সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকা উচিত। এছাড়াও, একজন ভাল সাংবাদিকের আরও কিছু গুণ থাকা দরকার, যেমন- সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, এবং মানুষের প্রতি সহানুভূতি। সততা, লেখার দক্ষতা, সহানুভূতি, কৌতূহল এবং সংকল্প। এছাড়াও খুব সামান্য আর্থিক ক্ষতিপূরণের জন্য খুব দীর্ঘ সময় কাজ করার একটি জ্বলন্ত ইচ্ছা। ধন্যবাদ
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন