অবশেষে আজীবনের জন্য বহিষ্কার হলেন: ইসমাঈল হোসেন এলিন

নিজস্ব প্রতিবেদকঃ
তুবা সমাজকল্যাণ সোসাইটির মহাসচিব মোঃ ইসমাঈল হোসেন এলিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ইসমাঈল হোসেন এলিনের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ এবং কর্তৃপক্ষের আদেশ অমান্য করার একাধিক অভিযোগ উঠে আসে। তদন্ত শেষে উক্ত অভিযোগগুলো প্রমাণিত হওয়ায়, তাঁকে ২৯ জুন ২০২৫ থেকে তুবা সমাজকল্যাণ সোসাইটির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, “সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কেউই সংগঠনের নীতিমালা লঙ্ঘনের ঊর্ধ্বে নয়।”
উল্লেখ্য, ইসমাঈল হোসেন এলিন তুবা সমাজকল্যাণ সোসাইটিতে দীর্ঘদিন ধরে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে সংগঠনের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এই বহিষ্কারের মাধ্যমে সংগঠন তার নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে বলে জানান সংশ্লিষ্টরা।
																			
																		
								                                        

















