স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগার উপজেলার চান্দর ইউনিয়নের আটিপাড়া গ্রাম, এলাকার ক্ষমতাসীন আওয়ামী লীগ এর সভাপতি বাদশা মিয়া এর হুকুমে চিহ্নিত সন্ত্রাসী মো: জাহাঙ্গীর ও তার বাহিনীর সদস্যরা জোরপূর্বক জমি দখল করতে আসে।
এক পর্যায়ে বাধা দিলে একই এলাকার আব্দুল মোতালেব এর পরিবারের উপর পরপর সন্ত্রাসী হামলা চালিয়ে আব্দুল মোতালেব এর ছোট ছেলে রানা মো: শাহীনকে কুপিয়ে যখম করে ও তার চাচাতো ভাই জুয়েলকে মেরে গুরুতর আহত করে।
গত ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ বেলা ১২:৩০ টার দিকে শীর্ষ সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর (৪০), চন্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আওয়ামীলীগপন্থী চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া (৪৫) এবং চান্দহর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪২) সহ অজ্ঞাত ১০-১২ সন্ত্রাসী মিলে ধারালো অস্ত্র সস্র নিয়ে সিঙ্গার উপজেলার আটিপাড়া গ্রামের কালিগঞ্জ মৌজস্তিতে জমিতে এই ঘটনা ঘটায়।
মামলার এজাহারে সূত্রে জানা যায় জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা জাহাঙ্গীর ও তার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরপর রানা মো: শাহিন ও তার চাচাতো ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।
বাদশা মিয়া ও আবুল হোসেন এর হুকুমে তাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো: জাহাঙ্গীর জুয়েলকে মেরে হাত ও পায়ে গুরুতর আঘাত করে। আহত জুয়েলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রানা মো: শাহিন সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত ৭ই ফেব্রুয়ারি ২০১৫ তারিখে বেলা ১১ টার দিকে একই কায়দায় সন্ত্রাসী জাহাঙ্গীর এর হাতে ধারালো চুরি দ্বারা দ্বিতীয় দফায় হামলা
চালিয়ে মামলার বাদি রানা মো: শাহিন এর বাম হাতের কব্জির উপরে ছুরি দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে যখম করে। আহত রানা মোঃ শাহিন কে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনা রানা মো: শাহিন এর বাবা আব্দুল মোতালেব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ, শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরকে গ্রেফতার করে। মামলা দুইটি তদন্ত কার্যক্রম শেষে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত করে সন্ত্রাসী জাহাঙ্গীরকে আদালতে প্রেরণ সহ অভিযোগ পত্র দায়ের করে সিংগার থানা পুলিশ।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন