নিজস্ব প্রতিবেদক:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় শুরু হয়েছে যুব ও গণঅধিকার পরিষদের কমিটি গঠনের কার্যক্রম।
এই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া মল্লিকপুর ও লক্ষীপাশা ইউনিয়নে আজ রোববার ২২ জুন ২০২৫ ইউনিয়ন কমিটি গঠিত হয়।
ইউনিয়ন পৌরসভা ও উপজেলা কমিটিটি গঠন লক্ষ্যে গণঅধিকার পরিষদের নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখের নেতৃত্বে মনিরুল মোল্লা, শ্রমঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, গনঅধিকার পরিষদের লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম সহ গণ, যুব ও শ্রমঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ব্যস্ত সময় পার করছেন।
নড়াইল জেলার গণধিকার পরিষদের প্রত্যেকটি কমিটিকে স্বয়ংসম্পূর্ণ কমিটি হিসেবে প্রমাণ করার জন্য দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন লায়ন নূর ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন