এদিকে, জাকির খান নিজে আরো আগেই জানিয়েছেন তিনি কোনো রকম চাঁদাবাজির সাথে জরিত নন। তার ভাবমূর্তি খারাপ করার জন্য কেউ কেউ এমন কাজ করে থাকতে পারে। প্রশাসন যেনো অবিলম্বে ব্যাবস্থা নেয়। জাকির খান নাকি পুলিশের কাছে এমন আবেদনও করেছেন।
অপরদিকে গতকাল সকালে যে গার্মেন্ট মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছে সেই মালিক জানিয়েছেন, এবং তার আগের দিন একই নাম্বার থেকে তাকে ফোন করে টাকা দাবি করা হয়েছে। কিন্তু তিনি মোটেও পাত্তা দেননি। তাছাড়া তিনি নিজেও বুঝতে পেরেছেন যে ব্যাক্তি টাকা চাইছে সে জাকির খান নয়। তাছাড়া জাকির খান নিজে টাকা চাইলেও তিনি দিনেন না বলে জানান। তিনি আরো বলেন এটা করে জাকির খানের বদনাম করার চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রশাসনের উচিৎ কঠোর ব্যবস্থা গ্রহন করা এবং অপরাধীকে খুঁজে বের করা। কারন যেই নাম্বার থেকে ফোন করেছে সেই নাম্বারটিতো আপনারা এবং প্রশাসন পেয়েছেন। নাম্বারটি ট্রাকিং করেই তদন্ত করা দরকার বলে তিনি মনে করেন।
এদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও গার্মেন্ট মালিক মাসুদুজ্জামানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দুইদিন আগে নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ব্যবসায়ীকে অপহরন করা হয়েছে। পরে তাকে পটুয়াখালি থেকে উদ্ধার করা হয়েছে। আর বেশ কিছুদিন ধরেই সাবেক ছাত্র নেতা জাকির খানের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। ফলে জাকির খান নিজেই যথেষ্ট বিব্রত হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি নিজে প্রশাসনের কাছে চাঁদাবাজদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন বলে জেনেছি। তাই আমাদের দাবি চাঁদাবাজির সাথে যেই জড়িত হোক না কেনো প্রশাসন যেনো দ্রুত তাদেরকে গ্রেফতার করে। আর পরিস্থিতি এরই মাঝে যেখানে গিয়ে পৌঁছেছে তাতে আমরা উদ্বিগ্ন।
এ বিষয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে টেলিফোন করা হলে তিনি অবিলম্বে মোবাইল নাম্বার ট্রাকিং করে অপরাধীকে ধরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
যোগাযোগ: সম্পাদক ও প্রকাশক: মো: রাসেল সরকার, অফিস: ৩৯/৩, মানিক নগর, পুকুর পাড়, মুগদা, ঢাকা - ১২০৩, ফোন: +৮৮০১৭২৬৯১৫৫২৪, +৮৮০১৯৭৬৯১৫৫২৪, ইমেইল: Sheikhmdraselbd@gmail.com, www.dailydigantapratidin.com
2025 © All rights reserved © দৈনিক দিগন্ত প্রতিদিন