মুগদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মুগদা মানিকনগর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (৩১ মে) সকালে মুগদা মানিকনগর ৭ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মানিকনগর মডেল হাই স্কুলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডা: রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি, বিশেষ অতিথি আফরোজা আববাস বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কেন্দ্রীয় কমিটি বিএনপি, বিশেষ অতিথি হাবিবুর রশিদ হাবিব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে দোয়া আয়োজন করেন শামসুল হুদা কাজল সাবেক সাধারণ সম্পাদক মুগদা থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর ৭ নং ওয়ার্ড। মোহাম্মদ জিন্নাহ সাবেক সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওলি আহসান সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি।
আরও উপস্থিত ছিলেন শহীদুল্লাহ ৭ নং ওয়ার্ড ১নং সাংগঠনিক সম্পাদক বিএনপি, আসাদুজ্জামান আসাদ আহবায়ক ৭নং ওয়ার্ড যুবদল, মাসুদ রানা সদস্য সচিব ৭ নং ওয়ার্ড যুবদল, শফিকুর রহমান সুমন সিনিয়র যুগ্ম আহবায়ক ৭ নং ওয়ার্ড যুবদল, তোফাজ্জল হোসেন মাসুদ রানা সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড যুবদল, আবু সিদ্দিক আহবায়ক শ্রমিক দল ৭ নং ওয়ার্ড, মাসুদ বাদল আহবায়ক স্বেচ্ছাসেবক দল ৭ নং ওয়ার্ড, পারুল বেগম মহিলা দলের সভাপতি ৭ নং ওয়ার্ড, লাকি আক্তার সাধারণ সম্পাদিকা ৭নং ওয়ার্ড, দোয়া শেষে তাবারক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।